Wellcome to National Portal

======= যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য****   ====SEED  IS  THE  BASE  OF  AGRICULTURE ****  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), উপপরিচালক এর দপ্তর বীজ উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র, সাতপাই নেত্রকোণা ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আউশের উৎপাদন বাড়াতে ৫৭ কোটি টাকার প্রণোদনা
বিস্তারিত

আউশের উৎপাদন বাড়াতে ৫৭ কোটি টাকার প্রণোদনা


আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ৫৭ কোটি ২৫ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন।

উচ্চফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে শীঘ্রই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/02/2023
আর্কাইভ তারিখ
04/05/2023