Wellcome to National Portal

======= যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য****   ====SEED  IS  THE  BASE  OF  AGRICULTURE ****  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), উপপরিচালক এর দপ্তর বীজ উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র, সাতপাই নেত্রকোণা ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশনঃ

 

গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

 

 

মিশনঃ

 

1) চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধি করা।

 

    2) টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষনের মাধ্যমে চাষির দক্ষতা বৃদ্ধি করা।