Wellcome to National Portal

Office of the Deputy Director Bangladesh Agricultural Development Corporation (BADC), Seed Production and Conservation Centre, Satpai Netrakona

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী ব্লক স্থাপন, কারিগরী পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপাদন সংগ্রহ, সংরক্ষন, বিপনন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারী প্রতিষ্ঠান/ব্যক্তিকে সেবা প্রদান। তাছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম তরান্বিত করণ। কেন্দ্রের প্রধান কাজ হচ্ছে কর্মসূচী অনুযায়ী সার্ভেকৃত স্কীম সমূহ থেকে চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বোরো, আমন, গম  ও ভূট্টা বীজ উৎপাদন করত: কেন্দ্রেই সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষন করে বিতরণ কর্মসূচী অনুযায়ী বিএডিসি’র বিভিন্ন জেলার বীজ বিপণন অঞ্চলে পৌছাঁনো।

বীজ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারনের লক্ষ্যে বেসরকারী বিভিন্ন ব্যক্তি/ প্রতিষ্ঠানকে বীজ কার্যক্রমের সেবা সমূহ যেমন: বীজ   ক্লিনিং-গ্রেডিং, বীজ শুকানো, বীজ প্যাকিং, বীজ সংরক্ষন, ফিউমিগেশন, বীজ পরীক্ষা প্রভৃতি কাজ সম্পাদনের জন্য বিএডিসি’র সেবা প্রদান কর্মসূচী প্রচলিত আছে। সংস্থা কর্তৃক বেসরকারী পর্যায়ে বীজ কার্যক্রমর সার্ভিস-চার্জ সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ-

 

ক্র:নং

সেবার ধরন

সেবার একক

২০০৭-০৮ থেকে                অনুমোদিত সার্ভিজ-চার্জ

ট্রাক লোডিং/আনলোডিং

 প্রতি কেজি

০.১০ টাকা

বীজ ক্লিনিং-গ্রেডিং

প্রতি কেজি

০.১০ টাকা

বীজ ওজন ও বস্তাবন্দীকরণ

প্রতি কেজি

০.১০ টাকা

বীজ ড্রাইং

প্রতি কেজি % আর্দ্রতা হ্রা্স

০.২০ টাকা

বীজ ড্রাইং কাজে বস্তা হ্যান্ডলিং

প্রতি কেজি

০.১০ টাকা

ফিউমিগেশন

প্রতি কেজি

০.০৫ টাকা

 

 

বীজ সংরক্ষন (সাধারণ বীজ  সংরক্ষনাগার)

ক) প্রথম ৬ মাসের জন্য প্রতি কেজি

৩.০০ টাকা

খ) পরবর্তী প্রতি মাসের জন্য প্রতি কেজি

০.৩০ টাকা

 বীজ সংরক্ষন (ডি-হিউমিডিফাইড বীজ সংরক্ষনাগার)

ক) প্রথম ৬ মাসের জন্য প্রতি কেজি

১০.০০ টাকা

খ) পরবর্তী প্রতি মাসের জন্য প্রতি কেজি

১.০০ টাকা অতিরিক্ত

 বীজের আদ্রর্তা পরীক্ষা (এনালাইটিক্যাল)

প্রতি নমূনা

২.০০ টাকা

১০

বীজের বিশুদ্ধতা পরীক্ষা (এনালাইটিক্যাল)

প্রতি নমূনা

৫.০০ টাকা

১১

বীজের অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা

প্রতি নমূনা

১০.০০ টাকা

১২

বীজের নমুনা সংগ্রহ

 প্রতি নমূনা প্রতি কি:মি: বা তার ভগ্না্ংশ দূরত্ব

১০.০০ টাকা

১৩

বীজ প্যাকিং (বীজ ভর্তি ও ওজনকরণ)

প্রতি কেজি

০.১০ টাকা

১৪

বীজ প্যাকিং ( সেলাইকরন)

প্রতি কেজি

০.১০ টাকা

 

বিস্তারিত তথ্য জানার জন্য ধান,গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র, বিএডিসি, নেত্রকোণা দপ্তরের উপ-পরিচালক (বীউ) ও তাঁর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে যোগাযোগ করা যাবে।