চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী ব্লক স্থাপন, কারিগরী পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত বীজ উৎপাদন সংগ্রহ, সংরক্ষন, বিপনন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারী প্রতিষ্ঠান/ব্যক্তিকে সেবা প্রদান। তাছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম তরান্বিত করণ। কেন্দ্রের প্রধান কাজ হচ্ছে কর্মসূচী অনুযায়ী সার্ভেকৃত স্কীম সমূহ থেকে চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বোরো, আমন, গম ও ভূট্টা বীজ উৎপাদন করত: কেন্দ্রেই সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষন করে বিতরণ কর্মসূচী অনুযায়ী বিএডিসি’র বিভিন্ন জেলার বীজ বিপণন অঞ্চলে পৌছাঁনো।
বীজ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারনের লক্ষ্যে বেসরকারী বিভিন্ন ব্যক্তি/ প্রতিষ্ঠানকে বীজ কার্যক্রমের সেবা সমূহ যেমন: বীজ ক্লিনিং-গ্রেডিং, বীজ শুকানো, বীজ প্যাকিং, বীজ সংরক্ষন, ফিউমিগেশন, বীজ পরীক্ষা প্রভৃতি কাজ সম্পাদনের জন্য বিএডিসি’র সেবা প্রদান কর্মসূচী প্রচলিত আছে। সংস্থা কর্তৃক বেসরকারী পর্যায়ে বীজ কার্যক্রমর সার্ভিস-চার্জ সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ-
ক্র:নং |
সেবার ধরন |
সেবার একক |
২০০৭-০৮ থেকে অনুমোদিত সার্ভিজ-চার্জ |
১ |
ট্রাক লোডিং/আনলোডিং |
প্রতি কেজি |
০.১০ টাকা |
২ |
বীজ ক্লিনিং-গ্রেডিং |
প্রতি কেজি |
০.১০ টাকা |
৩ |
বীজ ওজন ও বস্তাবন্দীকরণ |
প্রতি কেজি |
০.১০ টাকা |
৪ |
বীজ ড্রাইং |
প্রতি কেজি % আর্দ্রতা হ্রা্স |
০.২০ টাকা |
৫ |
বীজ ড্রাইং কাজে বস্তা হ্যান্ডলিং |
প্রতি কেজি |
০.১০ টাকা |
৬ |
ফিউমিগেশন |
প্রতি কেজি |
০.০৫ টাকা |
৭ |
বীজ সংরক্ষন (সাধারণ বীজ সংরক্ষনাগার) |
ক) প্রথম ৬ মাসের জন্য প্রতি কেজি |
৩.০০ টাকা |
খ) পরবর্তী প্রতি মাসের জন্য প্রতি কেজি |
০.৩০ টাকা |
||
৮ |
বীজ সংরক্ষন (ডি-হিউমিডিফাইড বীজ সংরক্ষনাগার) |
ক) প্রথম ৬ মাসের জন্য প্রতি কেজি |
১০.০০ টাকা |
খ) পরবর্তী প্রতি মাসের জন্য প্রতি কেজি |
১.০০ টাকা অতিরিক্ত |
||
৯ |
বীজের আদ্রর্তা পরীক্ষা (এনালাইটিক্যাল) |
প্রতি নমূনা |
২.০০ টাকা |
১০ |
বীজের বিশুদ্ধতা পরীক্ষা (এনালাইটিক্যাল) |
প্রতি নমূনা |
৫.০০ টাকা |
১১ |
বীজের অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা |
প্রতি নমূনা |
১০.০০ টাকা |
১২ |
বীজের নমুনা সংগ্রহ |
প্রতি নমূনা প্রতি কি:মি: বা তার ভগ্না্ংশ দূরত্ব |
১০.০০ টাকা |
১৩ |
বীজ প্যাকিং (বীজ ভর্তি ও ওজনকরণ) |
প্রতি কেজি |
০.১০ টাকা |
১৪ |
বীজ প্যাকিং ( সেলাইকরন) |
প্রতি কেজি |
০.১০ টাকা |
বিস্তারিত তথ্য জানার জন্য ধান,গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র, বিএডিসি, নেত্রকোণা দপ্তরের উপ-পরিচালক (বীউ) ও তাঁর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে যোগাযোগ করা যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS